মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৯৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৬। হযরত আনাস (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে আসিল এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিল, হে সৃষ্টির শ্রেষ্ঠ। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তিনি তো হইলেন হযরত ইবরাহীম। -মুসলিম
كتاب الآداب
وَعَنْ أَنَسٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا خَيْرَ الْبَرِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَاكَ إِبْرَاهِيم» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
ইহা ছিল নবী (ﷺ)-এর বিনয় প্রকাশ। অন্যথায় তিনি যে সৃষ্টির সেরা বা শ্রেষ্ঠ, ইহাতে কোন দ্বিমত নাই। আর হযরত ইবরাহীম (আঃ) ছিলেন তাঁহার ঊর্ধ্বতন পূর্বপূরুষ। সুতরাং তিনি তাঁহার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে তাঁহাকে সৃষ্টির শ্রেষ্ঠ বলিয়াছেন।