মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৯৫
১৩. প্রথম অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৫। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, হোনাইনের যুদ্ধের দিন আবু সুফিয়ান ইবনে হারেস (রাঃ) রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের লাগাম ধরিয়া রাখিয়া ছিলেন। যখন মুশরিকরা তাহাকে চতুর্দিক হইতে ঘিরিয়া ফেলিল, তখন তিনি (সওয়ারী হইতে) নীচে অবতরণ করিলেন এবং বলিতে লাগিলেন: “আমি সত্য নবী, ইহাতে মিথ্যার লেশমাত্র নাই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র।" বর্ণনাকারী বলেন, সেই দিন তাহার চাইতে দৃঢ় আর কাহাকেও দেখা যায় নাই। —মোত্তাঃ
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: فِي يَوْمِ حُنَيْنٍ كَانَ أَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ آخِذًا بِعِنَانِ بَغْلَتِهِ يَعْنِي بَغْلَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا غَشِيَهُ الْمُشْرِكُونَ نَزَلَ فَجَعَلَ يَقُولُ «أَنَا النَّبِيُّ لَا كَذِبَ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ»

قَالَ: فَمَا رُئِيَ مِنَ النَّاسِ يَوْمَئِذٍ أَشَدُّ مِنْهُ. مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

বংশমর্যাদা প্রকাশ করা সর্বক্ষেত্রে দূষণীয় নয়। বিশেষতঃ যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবিলায় বীরত্ব প্রকাশে এইরূপ উক্তি জায়েয। আরবদের পরিভাষায় পৌত্রকে ابن ‘ইবন’ এবং দাদাকে اب 'আব্' বলার নিয়ম প্রচলিত ছিল, বর্তমানেও আছে। আর আবদুল মুত্তালিবের বংশে একজন নবী যে আবির্ভূত হইবেন—ইহুদী, নাসারা ও জ্যোতিষীদের পূর্ব হইতেই এই আগাম সংবাদ জানা ছিল। সেই দিন হুযূর (ﷺ) নিজেকে সেই নবী বলিয়া গর্বের সাথে ঘোষণা করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৯৫ | মুসলিম বাংলা