মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৯৪
১৩. প্রথম অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: শরীফ ইবনে শরীফ ইবনে শরীফ ইবনে শরীফ হইলেন, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইবরাহীম। -বুখারী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بنِ إِسحاقَ بن إِبراهيمَ» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

শায়খ মুহাদ্দেসে দেহলভী (রহঃ) বলিয়াছেন, হযরত ইউসুফের মধ্যে অনেকগুলি গুণ একত্রিত হইয়াছে, অন্য কোন নবীর মধ্যে যাহার সব কয়টি পাওয়া যায় না। যেমন— নুবুওয়ত, জ্ঞান, সৌন্দর্য, সচ্চরিত্র, ভদ্রোচিত আচরণ, মর্যাদাসম্পন্ন পিতৃকুল, ন্যায়পরায়ণতা, দুনিয়া ও আখেরাতের নেতৃত্ব, বংশগৌরব এবং পরিশেষে বংশানুক্রমে পরপর চার জন নবীর মধ্যে চতুর্থ নবী হওয়া ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। সুতরাং তাহাকেও শরীফ বলিয়া গণ্য করা হইবে যাহার কয়েকজন পূর্বপুরুষ পরম্পরা উচ্চ মর্যাদার অধিকারী রহিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৯৪ | মুসলিম বাংলা