মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৯৭
১৩. প্রথম অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৭। হযরত উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন খৃষ্টানগণ মরিয়মের পুত্র ঈসা (আঃ)-এর প্রশংসায় যেইভাবে বাড়াবাড়ি করিয়াছে, তোমরা আমার ব্যাপারে অনুরূপ বাড়াবাড়ি করিও না। প্রকৃতপক্ষে আমি তো আল্লাহর একজন বান্দা। সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দা ও তাঁহার রাসূলই বল। -মোত্তাঃ
وَعَنْ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ فَإِنَّمَا أَنَا عَبْدُهُ فَقُولُوا: عبدُ الله ورسولُه . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
অতিরঞ্জিতভাবে কাহারও প্রশংসা করা জায়েয নহে। খৃষ্টানরা হযরত ঈসা (আঃ)-এর প্রতি অধিক ভক্তি প্রদর্শন করিতে যাইয়া তাঁহাকে অবতার, মা'বুদ এবং আল্লাহর পুত্র ইত্যাদি বলিয়া আখ্যায়িত করিয়াছে, যাহা স্পষ্ট কুফরী। সুতরাং আমরাও যেন আবেগে আপ্লুত হইয়া নাসারাদের ন্যায় আমাদের প্রিয় নবীর প্রশংসায় সীমালঙ্ঘন না করি, সেই বিষয়ে হুযূর (ﷺ) উম্মতকে সাবধান করিয়া দিয়াছেন।
