মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৯১
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৯১। হযরত নোমান ইবনে বাশীর (রাঃ) বলেন, একদা হযরত আবু বকর (রাঃ) নবী (ﷺ)-এর গৃহে প্রবেশের অনুমতি চাইলেন। এই সময় তিনি হযরত আয়েশা (রাঃ)-এর উচ্চ কণ্ঠ শুনিতে পাইলেন। ভিতরে প্রবেশ করিয়া তিনি হযরত আয়েশাকে ধরিয়া তাঁহাকে চড় মারার জন্য উদ্যত হইলেন এবং বলিলেন, সাবধান। ভবিষ্যতে যেন আর কখনও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সম্মুখে তোমাকে উচ্চঃস্বরে কথা বলিতে না দেখি। তখন নবী (ﷺ) তাহাকে বাধা দিতে ছিলেন। অতঃপর আবু বকর রাগান্বিত অবস্থায় বাহির হইয়া গেলেন। যখন আবু বকর বাহির হইয়া গেলেন তখন নবী (ﷺ) (বিবি আয়েশাকে) বলিলেনঃ তুমি দেখিলে, এই ব্যক্তির হাত হইতে আমি তোমাকে কিভাবে বাঁচাইলাম ? বর্ণনাকারী বলেন, এই ঘটনার পর কয়েক দিন যাবৎ আবু বকর (রাঃ) হুযুরের বাড়ীতে আসা হইতে বিরত রহিলেন। অতঃপর একদিন আবু বকর প্রবেশের অনুমতি চাহিলেন এবং প্রবেশ করিয়া দেখিলেন, তাঁহাদের উভয়ের মধ্যে আপোষে মিল হইয়া গিয়াছে। তখন তিনি তাঁহাদের উভয়কে লক্ষ্য করিয়া বলিলেন, তোমরা আমাকে তোমাদের আপোষের মধ্যে শরীক করিয়া লও, যেমন তোমাদের লড়াইয়ের মধ্যে শরীক করিয়া ছিলে। উত্তরে নবী (ﷺ) বলিলেনঃ আমরা তাহাই করিলাম। আমরা তাহাই করিলাম। –আবু দাউদ
وَعَن النعمانِ بن بشيرٍ قَالَ: اسْتَأْذَنَ أَبُو بَكْرٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ صَوْتَ عَائِشَةَ عَالِيًا فَلَمَّا دَخَلَ تَنَاوَلَهَا لِيَلْطِمَهَا وَقَالَ: لَا أَرَاكِ تَرْفَعِينَ صَوْتَكِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يحجزه وَأَبُو بَكْرٍ مُغْضَبًا. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَرَجَ أَبُو بَكْرٍ: «كَيْفَ رَأَيْتِنِي أَنْقَذْتُكِ مِنَ الرَّجُلِ؟» . قَالَتْ: فَمَكَثَ أَبُو بَكْرٍ أَيَّامًا ثُمَّ اسْتَأْذَنَ فَوَجَدَهُمَا قَدِ اصْطَلَحَا فَقَالَ لَهُمَا: أَدْخِلَانِي فِي سِلْمِكُمَا كَمَا أَدْخَلْتُمَانِي فِي حَرْبِكُمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ فَعَلْنَا قَدْ فَعَلْنَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবু বকরের সর্বশেষ বাক্যটি অবশ্য কৌতুকময় ছিল, যাহার উত্তরে হুযূর (ﷺ)-ও সহাস্যে বলিলেনঃ আসুন। আমাদের সন্ধিতে অংশীদার হউন। ইহাতে এই শিক্ষাও রহিয়াছে যে, বিবাহের পরেও মেয়ের অভিভাবকের জন্য মেয়ের শাসনের প্রতি দৃষ্টি রাখা উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৯১ | মুসলিম বাংলা