মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৯২
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৯২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমরা কোন (মুসলমান) ভাইয়ের সহিত ঝগড়া-বিবাদ করিবে না, ঠাট্টা করিবে না এবং এমন ওয়াদা করিবে না যাহা রক্ষা করিতে পারিবে না। – তিরমিযী। এবং তিনি বলিয়াছেন এই হাদীসটি গরীব।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُمَارِ أَخَاكَ وَلَا تُمَازِحْهُ وَلَا تَعِدْهُ مَوْعِدًا فَتُخْلِفَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حديثٌ غَرِيب
وَهَذَا الْبَابُ خَالٍ عَنِ الْفَصْلِ الثَّالِثِ
وَهَذَا الْبَابُ خَالٍ عَنِ الْفَصْلِ الثَّالِثِ
হাদীসের ব্যাখ্যা:
যেই হাসি-ঠাট্টা ঝগড়া-বিবাদ সৃষ্টি করিতে পারে কিংবা স্বাভাবিক ভাবমূর্তি বিনষ্ট করে, তাহা করা হইতেও বিরত থাকা উচিত।
