মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৯০
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৯০। হযরত আওফ ইবনে মালেক আজায়ী (রাঃ) বলেন, তবুকের যুদ্ধের সময় আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিলাম, তখন তিনি একটি চামড়ার তাঁবুর মধ্যে ছিলেন। আমি সালাম করিলাম। তিনি আমার সালামের জওয়াব দিলেন এবং বলিলেনঃ ভিতরে আস। তখন আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আমি কি আমার গোটা শরীরটি লইয়াই প্রবেশ করিব? তিনি বলিলেনঃ হ্যাঁ, তোমার গোটা শরীরটি লইয়াই। অতঃপর আমি প্রবেশ করিলাম। অত্র হাদীসের অধঃস্তন রাবী উমান ইবনে আবুল আ'তেকা বলেন, তাঁবুটি অতি ছোট হওয়ার কারণে বর্ণনাকারী আওফ ইবনে মালেক কৌতুকচ্ছলে বলিয়াছিলেন, “আমি কি আমার গোটা শরীরটি লইয়াই প্রবেশ করিব” ? – আবু দাউদ
وَعَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَسَلَّمْتُ فَرَدَّ عَلَيَّ وَقَالَ: «ادْخُلْ» فَقُلْتُ: أَكُلِّي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «كُلُّكَ» فَدَخَلْتُ. قَالَ عُثْمَان بن أبي عَاتِكَة: إِنَّمَا قَالَ أَدْخُلُ كُلِّي مِنْ صِغَرِ الْقُبَّةِ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
বেআদবী না হয় এমন অবস্থায় মুরব্বীর সাথেও কৌতুক করাতে কোন দোষ নাই।। আর এখানে এই রসিকতার কারণ হইল, হয়তো তাঁহার শরীর ছিল বেশ মোটা; আর তাঁবুটি ছিল সাধারণ নিয়মের চাইতে ছোট।
