মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৮৯
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৮৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, যাহের ইবনে হারাম নামক একজন বেদুইন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য মফস্বল হইতে হাদিয়া লইয়া আসিত। আর যখন সে যাওয়ার ইচ্ছা করিত তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে কিছু (শহরের) জিনিসপত্র দিতেন। নবী (ﷺ) বলিলেনঃ যাহের আমাদের গ্রাম আর আমরা তাহার শহর। নবী (ﷺ) তাহাকে খুবই ভালবাসিতেন। অবশ্য সে ছিল কুৎসিত। একদা নবী (ﷺ) (বাজারে আসিলেন, এই সময় যাহের তাহার পণ্য বিক্রয় করিতেছিল। তখন নবী (ﷺ) তাহার পিছন হইতে জড়াইয়া ধরিলেন। সে হুযূর (ﷺ)কে দেখিতেছিল না। তখন যাহের বলিয়া উঠিল, ইনি কে? আমাকে ছাড়িয়া দিন। অতঃপর সে আড় চোখে তাকাইয়া নবী (ﷺ)কে চিনিতে পারিল, তখন স্বীয় পৃষ্ঠ নবী (ﷺ)-এর বক্ষের সাথে লাগাইয়া রাখিতে কসুর করিল না। এদিকে নবী (ﷺ) বলিতে লাগিলেনঃ এই গোলামটি কে খরিদ করিবে? তখন সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কসম! আপনি আমাকে সস্তার বস্তু হিসাবে পাইলেন ? তখন নবী (ﷺ) বলিলেনঃ কিন্তু তুমি আল্লাহর নিকট সস্তা বস্তু নও। —শরহে সুন্নাহ্
وَعَنْهُ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمه زَاهِر بن حرَام وَكَانَ يهدي النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْبَادِيَةِ فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا وَنَحْنُ حَاضِرُوهُ» . وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ وَكَانَ دَمِيمًا فَأَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ فَاحْتَضَنَهُ مِنْ خلفِه وَهُوَ لَا يُبصره. فَقَالَ: أَرْسِلْنِي مَنْ هَذَا؟ فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ وَسلم فَجعل لَا يألوا مَا أَلْزَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ وَجَعَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يَشْتَرِي الْعَبْدَ؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ» رَوَاهُ فِي «شرح السّنة»

হাদীসের ব্যাখ্যা:

কুৎসিত হওয়ার কারণে সে নিজেকে সস্তায় বিক্রয়যোগ্য বলিয়া প্রকাশ করিয়াছিল। আর হুযূরের উত্তরের মর্ম হইল, বাহ্যিক সুন্দর অসুন্দরে কিছুই আসে যায় না। আল্লাহর কাছে সে ব্যক্তিই অধিক মর্যাদাশীল, যে বেশী খোদাভীরু।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৮৯ | মুসলিম বাংলা