মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৮৬
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৮৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট একটি সওয়ারী চাহিল। তখন তিনি বলিলেনঃ আচ্ছা, আমি তোমাকে আরোহণের জন্য একটি উষ্ট্রীর বাচ্চা প্রদান করিব। তখন সে বলিল, উষ্ট্রীর বাচ্চা দিয়া আমি কি করিব? জবাবে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ উট তো উষ্ট্রীই প্রসব করে। —তিরমিযী ও আবু দাউদ
وَعَن أنسٍ أَنَّ رَجُلًا اسْتَحْمَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنِّي حَامِلُكَ عَلَى وَلَدِ نَاقَةٍ؟» فَقَالَ: مَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَهَلْ تَلِدُ الْإِبِلُ إِلَّا النُّوقُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

‘উটের বাচ্চা' বলিলে উহা ছোটই হইতে হইবে এমন তো জরুরী নয়। কেননা, বড় উটও তো কোন একটি উষ্ট্রীর বাচ্চাই ছিল বটে। কথাটি একদিকে কৌতুকময়, অপর দিকে নিছক সত্যও বটে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৮৬ | মুসলিম বাংলা