মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৮৭
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৮৭। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) তাহাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ ওহে! দুই কানওয়ালা। – আবু দাউদ ও তিরমিযী
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «يَا ذَا الْأُذُنَيْنِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

হযরত আনাস (রাঃ) ছিলেন হুযূর (ﷺ)-এর একনিষ্ঠ খাছ্ খাদেম। হুযুরের আদেশ নিষেধ শুনা ও মানার জন্য সর্বদা সজাগ-সচেতন থাকিতেন। যেন তিনি সেই দিকে কর্ণদ্বয় খাড়া করিয়া রাখিতেন। আর প্রকৃতপক্ষে কান দুইখানা আছেও বটে। সুতরাং কথাটি একদিকে কৌতুকময়, যাহা সত্য। অপর দিকে তাহার সচেতনতার প্রশংসাও হইল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৮৭ | মুসলিম বাংলা