মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৮৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৮৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাদের সাথে কৌতুকময় কথাবার্তা বলেন। তিনি বলিলেনঃ হ্যাঁ, তবে আমি যাহা বলি সত্যই বলিয়া থাকি। —তিরমিযী
كتاب الآداب
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُدَاعِبُنَا. قَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًا» . رَوَاهُ التِّرْمِذِيّ