মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৮৩
১১. তৃতীয় অনুচ্ছেদ - ওয়া‘দা বা প্রতিশ্রুতি
৪৮৮৩। হযরত যায়েদ ইবনে আরকাম (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি কোন ব্যক্তি (নির্দিষ্ট এক স্থানে আসিবে বলিয়া কোন এক লোকের সাথে ওয়াদা করিয়া থাকে, ইহার পর অপর ব্যক্তি সে স্থানে নামাযের সময় পর্যন্ত আসে নাই। আর ঐ লোকটি নামাযের উদ্দেশ্যে চলিয়া গেল, এমতাবস্থায় তাহার কোন গুনাহ্ হইবে না। —রাযীন
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ وَعَدَ رَجُلًا فَلَمْ يَأْتِ أَحَدُهُمَا إِلَى وَقْتِ الصَّلَاةِ وَذَهَبَ الَّذِي جَاءَ لِيُصَلِّيَ فَلَا إِثمَ عليهِ» . رَوَاهُ رزين

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, দুই ব্যক্তি পরস্পর এই ওয়াদা করিল যে, তাহারা নির্দিষ্ট এক জায়গায় মিলিত হইবে। অতঃপর একজন আসিল, কিন্তু দ্বিতীয় জন আসিল না। এমতাবস্থায় নামাযের সময় হইল, ফলে সে ব্যক্তি নামাযের উদ্দেশ্যে চলিয়া গেল। অতঃপর অন্য জন আসিয়া যথাস্থানে তাহাকে পাইল না। এমতাবস্থায় নামাযের জন্য প্রস্থান করা ওয়াদা খেলাফীর আওতায় পড়িবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৮৩ | মুসলিম বাংলা