মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৮২
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়া‘দা বা প্রতিশ্রুতি
৪৮৮২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমের (রাঃ) বলেন, একদা আমার মা আমাকে ডাকিলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের ঘরে বসা ছিলেন। মা আমাকে বলিলেন, এদিকে আস, আমি তোমাকে (একটি জিনিস) দিব। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমার মাকে জিজ্ঞাসা করিলেনঃ তুমি তাহাকে কি দিতে ইচ্ছা করিয়াছ? বলিলেন, আমি তাহাকে একটি খেজুর দিতে ইচ্ছা করিয়াছি। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে বলিলেনঃ জানিয়া রাখ। যদি তুমি তাহাকে উহা না দিতে, তবে তোমার আমলনামায় একটি মিথ্যা লিখা হইত। —আবু দাউদ ও বায়হাকী শো'আবুল ঈমানে
وَعَن عبدِ الله بن عامرٍ قَالَ: دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا فَقَالَتْ: هَا تَعَالَ أُعْطِيكَ. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ؟» قَالَتْ: أَرَدْتُ أَنْ أُعْطِيَهُ تَمْرًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِيهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كَذِبَةٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসের আলোকে মরহুম শায়খ (রহঃ) ‘লোম্আত' গ্রন্থে লিখিয়াছেন, ছোট ছোট ছেলে-মেয়েদিগকে সান্ত্বনা বা প্রবোধ দেওয়ার উদ্দেশ্যে কিছু দেওয়ার আশ্বাস দিয়া তাহা না দিলে ইহাও মিথ্যা বলিয়া পরিগণিত হইবে।
