মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৮১
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়া‘দা বা প্রতিশ্রুতি
৪৮৮১। হযরত যায়েদ ইবনে আরকাম (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ যখন কোন ব্যক্তি তাহার কোন (মুসলমান) ভাইকে কোন বিষয়ে প্রতিশ্রুতি দেয় এবং এই নিয়ত রাখে যে, উহা পূরণ করিবে। কিন্তু পরে কোন কারণে তাহা পূরণ করিতে পারে নাই এবং যথাসময়ে আসিয়া ওয়াদা রক্ষা করিতে পারিল না, ইহাতে তাহার কোন গুনাহ্ হইবে না। – আবু দাউদ ও তিরমিযী
وَعَن زيد بن أَرقم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَعَدَ الرَّجُلُ أَخَاهُ وَمِنْ نِيَّتِهِ أَنْ يَفِيَ لَهُ فَلَمْ يَفِ وَلِمَ يَجِئْ لِلْمِيعَادِ فَلَا إِثْمَ عَلَيْهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
