মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৮০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়া‘দা বা প্রতিশ্রুতি
৪৮৮০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু হাসমা (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর নুবুওয়তপ্রাপ্তির পূর্বে আমি তাঁহার নিকট হইতে কিছু খরিদ করিয়াছিলাম, যাহার কিছু মূল্য পরিশোধ আমার উপর বাকী রহিয়া গিয়াছিল। আমি তাঁহাকে কথা দিলাম যে, উহা এই স্থানে লইয়া আসিতেছি। কিন্তু আমি (সেই প্রতিশ্রুতির কথা) ভুলিয়া গেলাম। তিন দিন পরে আমার স্মরণ হইল। আসিয়া দেখিলাম তিনি উক্ত স্থানেই আছেন। অতঃপর (শুধু এতটুকুই) বলিলেনঃ ‘তুমি আমাকে তো কষ্টে ফেলিয়াছিলে, আমি তিন দিন যাবৎ এইস্থানে তোমার অপেক্ষা করিতেছি।' –আবু দাউদ
كتاب الآداب
وَعَن عبدِ الله بن أبي الحَسْماءِ قَالَ: بَايَعْتُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ فَنَسِيتُ فَذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ فَقَالَ: «لَقَدْ شَقَقْتَ عَلَيَّ أَنَا هَهُنَا مُنْذُ ثَلَاثٍ أنتظرك» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

প্রিয়নবী (ﷺ) যে বাল্যকাল হইতেই আদর্শ ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, উক্ত ঘটনাটিই উহার জ্বলন্ত প্রমাণ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান