মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৭৯
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়া‘দা বা প্রতিশ্রুতি
৪৮৭৯। হযরত আবু জুহাইফা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে দেখিয়াছি, তিনি ছিলেন ফর্সা, তাহার (চুলে) কিছুটা শুভ্রতা দেখা দিয়াছিল। আর হাসান ইবনে আলী (রাঃ) ছিলেন তাঁহার সাদৃশ্য। আর তিনি আমাদিগকে তেরটি জোয়ান উট প্রদান করিতে আদেশ করিয়াছিলেন। পরে একসময় আমরা সেইগুলি আনিতে গেলে আমাদের কাছে তাঁহার ওফাতের সংবাদ পৌঁছিল। সুতরাং তখন আর আমাদিগকে কিছুই দেওয়া হইল না। অতঃপর যখন হযরত আবু বকর [(রাঃ) খলীফা নির্বাচিত হইয়া খুৎবা দিতে] দাঁড়াইলেন, তখন তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট যাহার কোন প্রতিশ্রুতি রহিয়াছে, সে যেন আমার কাছে আসে। বর্ণনাকারী বলেন, তখন আমি দাড়াইলাম এবং কথাটি তাঁহাকে জানাইলাম। অতঃপর তিনি আমাদিগকে উহা প্রদান করিতে নির্দেশ দিলেন। —তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْيَضَ قَدْ شَابَ وَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ وَأَمَرَ لَنَا بِثَلَاثَةَ عَشَرَ قَلُوصًا فَذَهَبْنَا نَقْبِضُهَا فَأَتَانَا مَوْتُهُ فَلَمْ يُعْطُونَا شَيْئًا. فَلَمَّا قَامَ أَبُو بَكْرٍ قَالَ: مَنْ كَانَتْ لَهُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ فَلْيَجِئْ فَقُمْتُ إِلَيْهِ فَأَخْبَرْتُهُ فَأَمَرَ لَنَا بِهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৭৯ | মুসলিম বাংলা