মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৭০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৭০। হযরত উবাদাহ্ ইবনে সামেত (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমরা নিজেদের পক্ষ হইতে আমাকে ছয়টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জন্য বেহেশতের জামিন হইব। (১) তোমরা যখন কথাবার্তা বল তখন সত্য বলিবে। (২) যখন ওয়াদা কর উহা পূর্ণ করিবে। (৩) যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তাহা আদায় করিবে। (৪) নিজেদের লজ্জাস্থানকে হেফাযতে রাখিবে (৫) স্বীয় দৃষ্টিকে অব নমিত রাখিবে এবং (৬) আপন হস্তকে (অন্যায় কাজ হইতে) বিরত রাখিবে। — আহমদ ও বায়হাকী
كتاب الآداب
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:   اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنُ لَكُمُ الْجَنَّةَ: اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وأدوا إِذا ائتمتنم واحفظوا فروجكم وغضوا أبصاركم وَكفوا أَيْدِيكُم