মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৬৯
১০. তৃতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৬৯। আসলাম (রঃ) বলেন, একদা হযরত উমর (রাঃ) হযরত আবু বকর ছিদ্দীক (রাঃ)-এর নিকট গেলেন, তখন তিনি স্বীয় জিহ্বা টানিতেছিলেন, হযরত উমর বলিলেন, থামুন ! আল্লাহ্ আপনাকে ক্ষমা করুক! (ব্যাপার কি ?) তখন হযরত আবু বকর (রাঃ) বলিলেন, ইহাই আমাকে ধ্বংসের স্থানসমূহে অবতীর্ণ করিয়াছে। — মালেক
وَعَنْ أَسْلَمَ قَالَ: إِنَّ عُمَرَ دَخَلَ يَوْمًا على أبي بكر الصِّدّيق رَضِي الله عَنْهُم وَهُوَ يَجْبِذُ لِسَانَهُ. فَقَالَ عُمَرُ: مَهْ غَفَرَ الله لَك. فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ هَذَا أَوْرَدَنِي الْمَوَارِدَ. رَوَاهُ مَالك
