মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৭১
আন্তর্জাতিক নং: ৪৮৭২
১০. তৃতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৭১। হযরত আব্দুর রহমান ইবনে গনম ও আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তাহারাই আল্লাহর উত্তম বান্দা, যাহা দিগকে দেখিলে আল্লাহর স্মরণ হয়। পক্ষান্তরে তাহারাই আল্লাহর নিকৃষ্ট বান্দা যাহারা চোগলখোরী করিয়া বেড়ায়, বন্ধুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং পূত-পবিত্র লোকদের প্রতি অপবাদ আনিতে প্রয়াস পায়। – আহমদ ও বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ وَأَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خِيَارُ عِبَادِ اللَّهِ الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ. وَشِرَارُ عِبَادِ اللَّهِ الْمَشَّاؤُونَ بِالنَّمِيمَةِ وَالْمُفَرِّقُونَ بَيْنَ الْأَحِبَّةِ الْبَاغُونَ الْبُرَآءَ الْعَنَتَ» . رَوَاهُمَا أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَان»
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর নেক বান্দাদের চেহারায় এক প্রকার নূরানী ঝলক বা উজ্জ্বল আভা পরিলক্ষিত হয়, যাহা দেখিলে আল্লাহর স্মরণে এবাদতের প্রতি আগ্রহ জন্মে। আবার কেহ কেহ বলিয়াছেন, ইহার অর্থ নেক লোকদের চেহারার দিকে তাকানোও এবাদত ।
