মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৫২
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৫২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার সাহাবীদের মধ্যে কেহ কাহারও কোন মন্দ কথা আমাকে পৌঁছাইবে না। কেননা, আমি ইহাই ভালবাসি যে, আমি তোমাদের কাছে এমন অবস্থায় উপস্থিত হই যে, তখন আমার অন্তর পরিষ্কার ও স্বচ্ছ থাকিবে। –আবু দাউদ
وَعَنِ ابْنِ

مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُبَلِّغُنِي أَحَدٌ مِنْ أَصْحَابِي عَنْ أَحَدٍ شَيْئًا فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْكُمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

কোন ব্যক্তি সম্পর্কে একবার কোন একটি খারাপ কথা কানে আসিলে পরে তাহার মধ্যে কোন গুণ জন্মিলেও প্রথম শুনা খারাপ ধারণাটির অবসান ঘটানো খুব একটা সহজ ব্যাপার হয় না। তাই তাহার দোষের কথা অন্য কাহাকেও না জানাইয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে গোপনে সংশোধনের পরামর্শ দেওয়াই বাঞ্চনীয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৫২ | মুসলিম বাংলা