মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৫১
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৫১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, একদা বাতাসে এক ব্যক্তির চাদর উড়াইয়া নিল, তখন সে উহাকে লা'নত করিল। ইহা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ বাতাসকে লানৎ করিও না। কেননা, উহা তো আদিষ্ট। বস্তুতঃ যে ব্যক্তি এমন কিছুকে লা'নত করিল যাহা লা'নতের উপযোগী নহে, তবে ঐ লা'নৎ তাহার প্রতি ফিরিয়া আসিবে। —তিরমিযী ও আবু দাউদ
وَعَن ابنِ عبَّاسٍ أَنَّ رَجُلًا نَازَعَتْهُ الرِّيحُ رِدَاءَهُ فَلَعَنَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ وَأَنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

প্রাকৃতিক কোন বস্তু নিজের ক্ষমতা বা এরাদায় প্রতিক্রিয়া সৃষ্টি করিতে পারে না। উহা আল্লাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। যেমন, অপর এক হাদীসে বর্ণিত হইয়াছে, তোমরা মা নাকে গালি দিও না, প্রকৃতপক্ষে আমিই যমানা। অর্থাৎ, আল্লাহ্ বলেনঃ যমানা আমার নিয়ন্ত্রণেই চলে। তদ্রূপ বাতাসও ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৫১ | মুসলিম বাংলা