মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৫০
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৫০। হযরত আবুদদরদা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যখন বান্দা কোন জিনিসের উপর লা'নত করে তখন উক্ত লা'নৎ বাক্যটি আকাশের দিকে উঠিয়া যায়। কিন্তু উহার জন্য আকাশের দরজাসমূহ বন্ধ করিয়া দেওয়া হয়। অতঃপর উহা যমীনের দিকে অবতীর্ণ হয় এবং এখানের দরজাসমূহও বন্ধ করিয়া দেওয়া হয়। তারপর ডান দিকে ও বাম দিকে যায়। আর যখন সেখানেও কোন স্থান পায় না তখন উহার দিকে প্রত্যাবর্তন করে যাহার উপর লা'নত করা হইয়াছে, যদি সে লা'নতের উপযোগী হয়, অন্যথায় লানৎকারীর দিকেই ফিরিয়া আসে। –আবু দাউদ
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْعَبْدَ إِذَا لَعَنَ شَيْئًا صَعِدَتِ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُونَهَا ثُمَّ تَهْبِطُ إِلَى الْأَرْضِ فَتُغْلَقُ أَبْوَابُهَا دُونَهَا ثُمَّ تَأْخُذُ يَمِينًا وَشِمَالًا فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغًا رَجَعَتْ إِلَى الَّذِي لُعِنَ فَإِنْ كَانَت لِذَلِكَ أَهْلًا وَإِلَّا رَجَعَتْ إِلَى قَائِلِهَا» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৫০ | মুসলিম বাংলা