মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৪৯
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৪৯। হযরত সামুরা ইবনে জুন্দুব (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা পরস্পরে এইভাবে অভিসম্পাত করিবে না যে, তোমার উপর আল্লাহর লা'নত। আল্লাহর গযব পতিত হউক এবং তুমি দোযখে প্রবেশ কর, এইভাবে বদ-দো'আও করিবে না। অপর এক বর্ণনায় আছে, তোমাকে অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হউক এই (বলিয়াও) বদ্-দো'আ করিবে না। – তিরমিযী ও আবু দাউদ
وَعَن سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلَاعَنُوا بِلَعْنَةِ اللَّهِ وَلَا بِغَضَبِ اللَّهِ وَلَا بِجَهَنَّمَ» . وَفِي رِوَايَةٍ «وَلَا بِالنَّارِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
