মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৫৩
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৫৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি নবী (ﷺ)কে বলিলাম, সাফিয়্যা সম্পর্কে আপনাকে এইটুকু বলাই যথেষ্ট যে, সে এইরূপ এইরূপ। তিনি ইহা দ্বারা বুঝাইতে চাহিয়াছিলেন যে, তিনি বেঁটে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ যদি তোমার এই কথাকে সমুদ্রের সহিত মিশাইয়া দেওয়া হয় তবে উহা সমুদ্রের রং পরিবর্তন করিয়া দিবে। — আহমদ, তিরমিযী ও আবু দাউদ
وَعَن عَائِشَة

قَالَتْ: قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: حَسبك صَفِيَّةَ كَذَا وَكَذَا - تَعْنِي قَصِيرَةً - فَقَالَ: «لَقَدْ قُلْتِ كَلِمَةً لَوْ مُزِجَ بِهَا الْبَحْرُ لَمَزَجَتْهُ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হুযুর (ﷺ)-এর বিবিদের মধ্যে হযরত সাফিয়্যা (রাঃ) ছিলেন একটু বেঁটে। এই কথাটি হুযূর (ﷺ)-এর কাছে প্রকাশ করাটাও গীবত হইয়াছে। আর গীবত যে কিরূপ মন্দ জিনিস—উহার গুনাহর পরিমাণকে সমুদ্রের পানির রূপ পরিবর্তনের সাথে দৃষ্টান্ত দেওয়া হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৫৩ | মুসলিম বাংলা