মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮২৭
১০. প্রথম অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮২৭। হযরত আবু বাক্বরা (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আর এক ব্যক্তির প্রশংসা করিল। তখন হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তোমার অমঙ্গল হউক। তুমি তো তোমার ভাইয়ের গলা কাটিয়া দিলে। এই কথাটি তিনি তিনবার বলিলেন। তারপর বলিলেন: যদি তোমাদের কেহ কাহারও প্রশংসা করিতে হয়, তখন এইরূপ বলিবে, আমি অমুক ব্যক্তি সম্পর্কে এইরূপ ধারণা পোষণ করি। তবে প্রকৃত অবস্থা আল্লাহই জানেন। আর ইহাও তখন বলিবে—যখন প্রকৃতভাবে বিশ্বাস করিবে যে, ঐ ব্যক্তি এইরূপ আর কাহারও পূত-পবিত্রতা বর্ণনায় আল্লাহ্ তা'আলার উপর বাড়াবাড়ি করিবে না। মোত্তাঃ
وَعَن أبي بكرَة قَالَ: أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ أَخِيكَ» ثَلَاثًا مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا لَا محَالة فَلْيقل: أَحسب فلَانا وَالله حسيبه إِنْ كَانَ يُرَى أَنَّهُ كَذَلِكَ وَلَا يُزَكِّي على الله أحدا . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
প্রকৃতপক্ষে কে ভাল এবং কে কতটুকু পূত-পবিত্র তাহা নিশ্চিতরূপে একমাত্র আল্লাহ্ই জানেন। বস্তুতঃ প্রশংসিত ব্যক্তির অনেক গোপনীয় বিষয় প্রশংসাকারীর অজানা। তাই দৃঢ়তার সাথে প্রশংসা করিলে আল্লাহর সিদ্ধান্তের উপর বাড়াবাড়ি করা হইবে।
