মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮২৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮২৬। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন তোমরা অত্যধিক প্রশংসাকারীদেরকে দেখিবে তখন তাহাদের মুখে মাটি নিক্ষেপ করিবে। —মুসলিম
كتاب الآداب
وَعَنِ

الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمُ الْمَدَّاحِينَ فَاحْثُوا فِي وُجُوهِهِمُ التُّرَاب» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এখানে অত্যধিক প্রশংসাকারী দ্বারা এমন ব্যক্তিকে বুঝানো হইয়াছে, যে তোষামোদস্বরূপ অথবা প্রশংসার বিনিময়ে কিছু স্বার্থ হাসিল করার জন্য প্রশংসায় বাড়াবাড়ি করে। আর তাহার মুখে মাটি নিক্ষেপ করা মানে, তাহাকে বাধা দেওয়া অথবা তাহার প্রশংসার বিনিময়ে কিছু না দেওয়া।
tahqiqতাহকীক:তাহকীক চলমান