মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮০৫
৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত হাসসানের জন্য মসজিদে (নববীতে) মিম্বর স্থাপন করিতেন। তিনি উহাতে দাড়াইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ হইতে গর্বের কবিতা আবৃত্তি করিতেন অথবা বলিয়াছেন, তাঁহার পক্ষ হইতে (মুশরিকদের) প্রতিবাদমূলক কবিতা পাঠ করিতেন। এবং রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেনঃ নিশ্চয় আল্লাহ্ তা'আলা রূহুল কুদস [অর্থাৎ, হযরত জিবরাঈল (আঃ)] দ্বারা হাসসানকে সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ হইতে প্রতিবাদ করিতে থাকেন অথবা বলিয়াছেন, গর্ব প্রকাশ করিতে থাকেন। -বুখারী
الْفَصْل الثَّالِث
عَنْ

عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ لِحَسَّانَ مِنْبَرًا فِي الْمَسْجِدِ يَقُومُ عَلَيْهِ قَائِمًا يُفَاخِرُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أوينافح. وَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يُؤَيِّدُ حَسَّانَ بِرُوحِ الْقُدُسِ مَا نَافَحَ أَوْ فَاخَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

হযরত হাসসান যেই মিম্বরে দাঁড়াইয়া কবিতা আবৃত্তি করিতেন উহা মসজিদে নববীর নির্দিষ্ট মিম্বর ছিল না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮০৫ | মুসলিম বাংলা