মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮০৪
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০৪। হযরত সাখর ইবনে আব্দুল্লাহ্ ইবনে বুরাইদাহ্ তাঁহার পিতা (অর্থাৎ, আব্দুল্লাহ্ ইবনে বুরাইদা)-এর মাধ্যমে তাঁহার দাদা (অর্থাৎ, বুরাইদা) হইতে বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, কোন কোন বক্তৃতা জাদুবিশেষ। আর কোন কোন বিদ্যা মূর্খতার নামান্তর; আর কোন কোন কাব্য-কবিতা হিকমত পূর্ণ এবং কোন কোন কথা দুর্ভোগের কারণ। – আবু দাউদ
وَعَنْ
صَخْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَن أَبِيه عَن جدِّه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا وَإِنَّ مِنَ الْعِلْمِ جَهْلًا وَإِنَّ مِنَ الشِّعْرِ حُكْمًا وَإِنَّ مِنَ الْقَوْلِ عِيَالًا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
صَخْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَن أَبِيه عَن جدِّه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا وَإِنَّ مِنَ الْعِلْمِ جَهْلًا وَإِنَّ مِنَ الشِّعْرِ حُكْمًا وَإِنَّ مِنَ الْقَوْلِ عِيَالًا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
অসংযত কথা-বার্তা নিজের ইজ্জত-সম্মানের লাঘব করে। ফলে নিজের বাক্য নিজের জন্য বিপদ ডাকিয়া আনে। মোটকথা, সতর্কতার সহিত কথা-বার্তা বলা উচিত।
