মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮০৩
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০৩। হযরত আমর ইবনে আস্ (রাঃ) একদিন বলেন, একদা এক ব্যক্তি দাঁড়াইল এবং লম্বা বক্তৃতা দিল। তখন আমর বলিলেন, যদি সে তাহার বক্তৃতায় মধ্যমপন্থা অবলম্বন করিত তবে খুবই ভাল হইত। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনি য়াছি; তিনি বলেনঃ আমি ভাল মনে করি, অথবা বলিয়াছেনঃ আমাকে আদেশ করা হইয়াছে, আমি যেন কথা সংক্ষেপ করি। কেননা, সংক্ষেপ কথাই উত্তম। – আবু দাউদ
وَعَن عمْرِو
بن العاصِ أَنَّهُ قَالَ يَوْمًا وَقَامَ رَجُلٌ فَأَكْثَرَ الْقَوْلَ. فَقَالَ عَمْرٌو: لَوْ قَصَدَ فِي قَوْلِهِ لَكَانَ خَيْرًا لَهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَقَدْ رَأَيْتُ - أَوْ أُمِرْتُ - أَنْ أَتَجَوَّزَ فِي الْقَوْلِ فَإِنَّ الْجَوَازَ هُوَ خير» . رَوَاهُ أَبُو دَاوُد
بن العاصِ أَنَّهُ قَالَ يَوْمًا وَقَامَ رَجُلٌ فَأَكْثَرَ الْقَوْلَ. فَقَالَ عَمْرٌو: لَوْ قَصَدَ فِي قَوْلِهِ لَكَانَ خَيْرًا لَهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَقَدْ رَأَيْتُ - أَوْ أُمِرْتُ - أَنْ أَتَجَوَّزَ فِي الْقَوْلِ فَإِنَّ الْجَوَازَ هُوَ خير» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
যাহাদের কথার মধ্যে কৃত্রিমতা ও কপটতা থাকে, তাহারা অহেতুক কথাকে দীর্ঘায়িত করে। কথায় বলে –'অধিক কথায় অধিক ভুল-ভ্রান্তি থাকে।' তাই কথা কম বা সংক্ষেপ করা উত্তম।
