মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮০২
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কথার এমন মারপ্যাঁচের শিক্ষা হাসিল করিল যাহাতে পুরুষদের অথবা বলিয়াছেনঃ মানুষদের অন্তরকে সম্মোহিত (মুগ্ধ) করিতে পারে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাহার কোন ফরয বা নফল কবুল করিবেন না। –আবু দাউদ
وَعَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَلَّمَ صَرْفَ الْكَلَامِ لِيَسْبِيَ بِهِ قُلُوبَ الرِّجَالِ أَوِ النَّاسِ لَمْ يَقْبَلِ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا وَلَا عدلا» . رَوَاهُ أَبُو دَاوُد
أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَلَّمَ صَرْفَ الْكَلَامِ لِيَسْبِيَ بِهِ قُلُوبَ الرِّجَالِ أَوِ النَّاسِ لَمْ يَقْبَلِ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا وَلَا عدلا» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এল্ম বা জ্ঞান শিক্ষার উদ্দেশ্য হইল দুনিয়াতে নিজেকে বিপদ-আপদ হইতে রক্ষা করা এবং আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মুক্তির ব্যবস্থা করা। কিন্তু যে শিক্ষা প্রতারণা বা ধোঁকাবাজির উদ্দেশ্যে অর্জন করা হয় উহার পরিণাম ভয়াবহ। তাই কথায় বলা হয়, ধোঁকাবাজির জ্ঞান অর্জন করা অপেক্ষা মূর্খ থাকাই উত্তম।
