মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮০১
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই রাত্রে আমার মে'রাজ হইয়াছিল তখন আমি এমন একদল লোকের নিকট দিয়া গমন করিলাম যাহাদের জিহ্বা আগুনের কাঁচি দ্বারা কাটা হইতেছিল। তখন আমি জিজ্ঞাসা করিলামঃ হে জিবরাঈল! ইহারা কাহারা? তিনি বলিলেন, ইহারা আপনার উম্মতের সেই সমস্ত বক্তা; যাহারা এমন কথা বলিত যাহার উপর নিজেরা আমল করিত না। – তিরমিযী। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব।
وَعَنْ

أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بقومٍ تُقْرَضُ شفاهُهم بمقاريض النَّارِ فَقُلْتُ: يَا جِبْرِيلُ مَنْ هَؤُلَاءِ؟ قَالَ: هَؤُلَاءِ خُطَبَاءُ أُمَّتِكَ الَّذِينَ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

নীতি বাক্যের দ্বারা ধর্মোপদেশ প্রদান করা অন্যায় নয়; বরং উত্তম কাজ। নবী (ﷺ) -এরও উম্মতের প্রতি নির্দেশঃ অর্থঃ আমার পক্ষ হইতে লোকদিগকে পৌঁছাইয়া দাও, যদি একটি ছোট আয়াতও হয়। তবে যেই কাজের আদেশ বা নিষেধ করিবে, উপদেশকারীকে তাহা আগে নিজে বাস্তবায়িত করিতে হইবে। আল্লাহর কালামে আছেঃ كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ অর্থঃ তোমরা যাহা কর না লোকদিগকে তাহা বলা আল্লাহর নিকট অতিশয় অসন্তোষজনক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান