মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৯৬
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৭৯৬। হযরত আবু উমামা (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ লজ্জা ও কম কথা বলা ঈমানের দুইটি শাখা। আর অশ্লীল ও অসার কথা বলা মুনাফেকীর দুই শাখা। —তিরমিযী
وَعَنْ أَبِي
أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنَ الْإِيمَانِ وَالْبَذَاءُ وَالْبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنَ الْإِيمَانِ وَالْبَذَاءُ وَالْبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
ঈমানদার ব্যক্তি সতর্কতা ও সাবধানতার সাথে কথাবার্তা বলে। যেন পরিণামে লজ্জা পাইতে না হয় বা কোন গুনাহ্ না হইয়া যায়। পক্ষান্তরে মুনাফিক অহেতুক বেপরোয়াভাবে পাণ্ডিত্য ঝাড়ে এবং কথায় কথায় অশালীন ও অশ্লীল বকে।
