মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৮৮
৯. প্রথম অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৭৮৮। হযরত জুনদুব (রাঃ) হইতে বর্ণিত, কোন এক যুদ্ধে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, উহাতে তাঁহার একটি অঙ্গুলী (জখমে) রক্তাক্ত হইয়া পড়ে। তখন তিনি (অঙ্গুলীটিকে লক্ষ্য করিয়া) বলিলেন: তুমি একটি অঙ্গুলী ছাড়া আর কিছুই নহে, তুমি রক্তাক্ত হইয়াছ ঠিকই। তবে যাহা কিছু হইয়াছে তাহা আল্লাহর রাস্তায় হইয়াছে। — মোত্তাঃ
وَعَن جُنْدُبٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي بَعْضِ الْمَشَاهِدِ وَقَدْ دَمِيَتْ أُصْبُعُهُ فَقَالَ:
هَلْ أَنْتِ إِلَّا أُصْبُعٌ دَمِيتِ وَفِي سَبِيلِ الله مَا لقِيت
مُتَّفق عَلَيْهِ
هَلْ أَنْتِ إِلَّا أُصْبُعٌ دَمِيتِ وَفِي سَبِيلِ الله مَا لقِيت
مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
হুযূর (ﷺ) যে কবি ছিলেন না, তাহা কুরআনেই স্পষ্ট ঘোষণা রহিয়াছে। যদিও কাফের কুরাইশরা তাঁহাকে একজন কবি বলিয়া অপবাদ দিত। এখানে হাদীসে উল্লেখিত পংক্তিটি বাহ্যতঃ কবিতা। কিন্তু ঘটনাক্রমে এক, দুইটি ছন্দ আবৃত্তিকারীকে কবি বলা হয় না।
