মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৮৭
৯. প্রথম অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৭৮৭। হযরত আমর ইবনে শারীদ (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারীর পিছনে আরোহণ করিলাম। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন: উমাইয়্যা ইবনে আবু সালতের কোন কবিতা তোমার জানা আছে কি? বলিলাম, জী হা। তিনি বলিলেন: আচ্ছা শোনাও। তখন আমি উহা হইতে একটি পংক্তি আবৃত্তি করিলাম। তিনি বলিলেন আরও শোনাও। অতঃপর আমি আরও একটি পংক্তি আবৃত্তি করিলাম। এইবারও তিনি বলিলেন আরও শোনাও। অবশেষে আমি তাঁহাকে একশত পংক্তি আবৃত্তি করিয়া শুনাইলাম। –মুসলিম
وَعَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ قَالَ: رَدِفْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ: «هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْءٌ؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: «هِيهِ» فَأَنْشَدْتُهُ بَيْتًا. فَقَالَ: «هيهِ» ثمَّ أنشدته بَيْتا فَقَالَ: «هيه» ثمَّ أنشدته مائَة بَيت. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
উমাইয়্যা ইবনে সাল্ত ছিল বনু সাকীফ গোত্রের লোক। সে শেষ নবীর আবির্ভাবের কথা বিশ্বাস করিত। তবে তিনি তাহার স্বীয় গোত্র সাকীফ হইতে আবির্ভূত না হইয়া কুরাইশ বংশে জন্মগ্রহণ করার কারণে হিংসায় ইসলাম গ্রহণ করে নাই। বরং কুফরী অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে। তাহার কবিতারাশির মধ্যে আল্লাহ্ তা'আলার প্রশংসায় উন্নত মানের বহু কবিতা পাওয়া যায়। তাই হুযুর (ﷺ) তাহার কবিতা শোনার জন্য আগ্রহ প্রকাশ করিয়াছিলেন। তাহার কবিতা শোনার পর তিনি মন্তব্য করিয়াছিলেনঃ 'তাহার কবিতা ইসলাম গ্রহণ করিয়াছে, কিন্তু তাহার অন্তর কুফরীতে নিমজ্জিত রহিয়াছে।'
