মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৮৯
৯. প্রথম অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৭৮৯। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী কুরাইযার দিন হযরত হাসান ইবনে সাবেত (রাঃ)-কে বলিলেন, তুমি (কবিতার মাধ্যমে) মুশরিকদিগকে ভৎসনা কর। হযরত জিবরাঈল তোমার সঙ্গে আছেন। আর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানকে বলিতেনঃ তুমি আমার পক্ষ হইতে (মুশরিকদের) প্রতিবাদ কর। ইয়া আল্লাহ্! তুমি রূহুল কুদস দ্বারা তাহার সাহায্য কর। —মোত্তাঃ
وَعَن البَراءِ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ قُرَيْظَةَ لِحَسَّانَ بْنِ ثَابِتٍ: «اهْجُ الْمُشْرِكِينَ فَإِنَّ جِبْرِيلَ مَعَكَ» وَكَانَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِحَسَّانَ: «أَجِبْ عَنِّي اللَّهمَّ أيِّدْه بروحِ الْقُدس» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

يوم قريظة – হিজরী ৫ম সালের শেষ ভাগে খন্দকের যুদ্ধের পর ইহুদী বনী কুরাইযা বিশ্বাসঘাতকতা ও সন্ধি-চুক্তি ভঙ্গ করার কারণে হযরত আলী (রাঃ)-এর নেতৃত্বে তিন হাজার মুসলমান ফৌজ তাহাদিগকে দুর্গের অভ্যন্তরে অবরোধ করেন। দুর্গের মধ্যে আবদ্ধ থাকা অবস্থায় তাহাদের এক কবি কবিতার মাধ্যমে ইসলাম, মুসলমান এবং হযরত আয়েশা (রাঃ)-এর নামে ব্যঙ্গ-বিদ্রুপ ও তাচ্ছিল্যের ভাষায় গাল-মন্দ ও অশ্লীল উক্তি করিতে থাকে। সেই সময় হুযূর (ﷺ) হযরত হাসান (রাঃ)-কে কবিতার জওয়াব কবিতার মাধ্যমে দেওয়ার জন্য নির্দেশ দিয়া ছিলেন। অবশেষে হযরত সা'দ ইবনে মুয়ায (রাঃ)-এর বিচারে তাহাদের অস্ত্রধারী পুরুষদিগকে হত্যা, নারী ও শিশুদিগকে দাস-দাসীতে পরিণত করা হয় এবং তাহাদের সমস্ত মাল-সম্পদকে গনীমতরূপে লাভ করা হয়। সংক্ষিপ্তাকারে ইহাই ‘ইয়াওমে বনী কুরাইযা'।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭৮৯ | মুসলিম বাংলা