মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৮১
৮. তৃতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৮১। আব্দুল হামীদ ইবনে জুবাইর ইবনে শায়রা (রঃ) বলেন, একদা আমি হযরত সাঈদ ইবনে মুসাইয়্যাব (রাঃ)-এর নিকট বসা ছিলাম। তখন তিনি আমাকে বর্ণনা করিলেন যে, তাঁহার দাদা ‘হাযন’ একদিন নবী (ﷺ)-এর খেদমতে আগমন করিলেন। তখন হুযূর (ﷺ) জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? জওয়াবে বলিলেন, আমার নাম 'হাযন'। হুযূর (ﷺ) বলিলেনঃ না; বরং তোমার নাম 'সাহল'। তখন আমার দাদা বলিলেন, আমার পিতা আমার যেই নাম রাখিয়াছেন আমি উহা পরিবর্তন করিব না। ইবনে মুসাইয়্যাব বলেন, ইহার পর হইতে আমাদের পরিবারে কঠোরতা চলিয়া আসিতেছে। -বুখারী
الْفَصْل الثَّالِث
عَنْ
عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ قَالَ: جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ فَحَدَّثَنِي أَنَّ جَدَّهُ حَزْنًا قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا اسْمُكَ؟» قَالَ: اسْمِي حَزْنٌ قَالَ: «بَلْ أَنْتَ سَهْلٌ» قَالَ: مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمَّانِيهِ أَبِي. قَالَ ابْنُ الْمُسَيَّبِ: فَمَا زَالَتْ فِينَا الْحُزُونَةُ بَعْدُ. رَوَاهُ البُخَارِيّ
عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ قَالَ: جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ فَحَدَّثَنِي أَنَّ جَدَّهُ حَزْنًا قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا اسْمُكَ؟» قَالَ: اسْمِي حَزْنٌ قَالَ: «بَلْ أَنْتَ سَهْلٌ» قَالَ: مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمَّانِيهِ أَبِي. قَالَ ابْنُ الْمُسَيَّبِ: فَمَا زَالَتْ فِينَا الْحُزُونَةُ بَعْدُ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
'হাযন' অর্থ কঠোর বা শক্ত। আর 'সাহল' অর্থ কোমলতা ও নম্রতা। অত্র হাদীসের ভাষ্যে বুঝা যাইতেছে যে, মন্দ নামের মন্দ প্রতিক্রিয়া কেবল নিজের মধ্যে নহে; বরং বংশানুক্রমে উহার প্রভাব চলিতে থাকে।
