মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৮২
৮. তৃতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৮২। হযরত আবু ওয়াহব জুশামী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা নবীদের নামানুসারে নাম রাখিবে। আর আল্লাহ্ তা'আলার নিকট আব্দুল্লাহ্ ও আব্দুর রহমান নামই সর্বাপেক্ষা প্রিয়। আর (অর্থ ও বাস্তবতার দিক দিয়া) হারেস ও হাম্মাম সর্বাধিক সত্য নাম এবং সবচাইতে মন্দ নাম 'হরব ও মুাররাহ।' –আবু দাউদ
وَعَنْ
أَبِي وَهَبٍ الْجُشَمِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَمُّوا أَسْمَاءَ الْأَنْبِيَاءِ وَأَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَصْدَقُهَا حَارِثٌ وهمامٌ أقبحها حربٌ ومُرَّة» . رَوَاهُ أَبُو دَاوُد
أَبِي وَهَبٍ الْجُشَمِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَمُّوا أَسْمَاءَ الْأَنْبِيَاءِ وَأَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَصْدَقُهَا حَارِثٌ وهمامٌ أقبحها حربٌ ومُرَّة» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
'হারেস' অর্থ উপার্জনকারী। আর 'হাম্মাম' অর্থ সংকল্পকারী। আর কোন ব্যক্তি উপার্জন ও সংকল্প হইতে মুক্ত নয়, চাই দুনিয়ার জন্য হউক অথবা আখেরাতের জন্য। সুতরাং এই নাম বাস্তবসম্মত সত্য। আর 'হরব' অর্থ যুদ্ধ এবং ‘মুররাহ' অর্থ তিক্ত। যাহা সকলের কাছে বর্জনীয় ও অপছন্দনীয়, এমন খারাপ অর্থের শব্দ দ্বারা নাম রাখা উচিত নয়। এতদ্ভিন্ন কেহ কেহ বলেন ‘আবু মুাররাহ্’ শয়তানের কুনিয়াত।
