মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৮০
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৮০। হযরত হোযাইফা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমরা কোন মুনাফিককে সরদার (নেতা) বলিও না। কেননা, যদি (তোমরা) তাহাকে নেতা হিসাবে গ্রহণ কর তাহা হইলে তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করিলে। —আবু দাউদ
وَعَنْهُ

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّدًا فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

নেতার আনুগত্য করা ওয়াজিব। অথচ মুনাফিকের আনুগত্য করা আল্লাহ্র অসন্তুষ্টির কারণ। সুতরাং কোন মুনাফিককে নেতা বানান জায়েয নয়। আর ছলে-বলে এমন ব্যক্তি নেতা হইয়া বসিলেও তাহাকে হটাইবার চেষ্টা করা উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান