মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৭৯
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৯। অপর এক বিচ্ছিন্ন সূত্রে বর্ণিত আছে, তিনি বলিয়াছেনঃ “যাহা কিছু আল্লাহ্ চাহেন ও মুহাম্মাদ (ﷺ) চাহেন” তোমরা এইরূপ বাক্য বলিও না। বরং তোমরা বল, যাহা কিছু একমাত্র আল্লাহ্ চাহেন। —শরহে সুন্নাহ্
وَفِي رِوَايَةٍ
مُنْقَطِعًا قَالَ: لَا تَقُولُوا: مَا شَاءَ اللَّهُ وَشَاءَ مُحَمَّدٌ وَقُولُوا مَا شَاءَ اللَّهُ وحْدَه «. رَوَاهُ فِي» شرح السّنة
مُنْقَطِعًا قَالَ: لَا تَقُولُوا: مَا شَاءَ اللَّهُ وَشَاءَ مُحَمَّدٌ وَقُولُوا مَا شَاءَ اللَّهُ وحْدَه «. رَوَاهُ فِي» شرح السّنة
