মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৫১
৮. প্রথম অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৫১। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা আমার নামানুসারে নাম রাখ, কিন্তু আমার কুনিয়াত অনুসারে কুনিয়াত বা উপনাম রাখিও না। কেননা, আমাকে বন্টনকারী নিয়োগ করা হইয়াছে। অতএব আমি তোমাদের মধ্যে বন্টন করিয়া থাকি। — মোত্তাঃ
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سموا باسمي وَلَا تكنوا بِكُنْيَتِي فَإِنِّي إِنَّمَا جُعِلْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ» مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, আমার ছেলের নাম 'কাসেম', শুধু এই কারণে আমাকে 'আবুল কাসেম' বলা হয়, এই কথাটি ঠিক নহে। ‘কাসেম' অর্থ বন্টনকারী। অর্থাৎ, আমি মানুষের মধ্যে আল্লাহ্ প্রদত্ত অহী, এলম, হিকমত ও যুদ্ধলব্ধ গনীমতের মালসমূহ বিতরণ করিয়া থাকি। এই কাজ আমি ছাড়া অন্য কাহারও অধিকারে নাই। কাজেই তোমরা আমার এই একক গুণবাচক উপনাম গ্রহণ করিও না। অধিকাংশ আলেমদের মতে হুযূর (ﷺ)-এর ওফাতের পর আবুল কাসেম কুনিয়াত গ্রহণ করা জায়েয আছে।
