মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৫২
৮. প্রথম অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৫২। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমাদের নামসমূহের মধ্যে আল্লাহ্ তা'আলার নিকট সর্বাপেক্ষা প্রিয় নাম হইল আব্দুল্লাহ্ ও আব্দুর রহমান। মুসলিম
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَحَبَّ أَسْمَائِكُمْ إِلَى اللَّهِ: عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
আল্লামা তাবরানী বলিয়াছেন, যেই সমস্ত নামে আল্লাহর দাসত্ববোধক অর্থ প্রকাশ পায়, সেই সব নামই আল্লাহর নিকট অধিক প্রিয়।
