মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৪৬
৭. প্রথম অনুচ্ছেদ - হাসি
৪৭৪৬। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ আল্-বাজালী (রাঃ) বলেন, আমি যখন হইতে ইসলাম গ্রহণ করিয়াছি তখন হইতে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাঁহার নিকট আসিতে বাধা প্রদান করেন নাই। আর তিনি যখনই আমাকে দেখিতেন মৃদুভাবে মুচকি হাসিতেন। – মোত্তাঃ
وَعَن جرير قَالَ: مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ. مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
'তিনি আমাকে বাধা প্রদান করেন নাই।' ইহার বিভিন্ন অর্থ হইতে পারে। (১) পুরুষ দের মজলিসে যে কোন সময় আমি যাইতে চাহিতাম, আমাকে অনুমতি দিতেন। (২) আমি তাঁহার নিকট যাহা কিছু চাহিতাম তিনি তাহা আমাকে প্রদান করিতেন। (৩) আমার দ্বারা এমন কোন অপছন্দনীয় কাজ সংঘটিত হয় নাই, যাহার কারণে তিনি আমাকে উক্ত কাজ হইতে বিরত রাখিয়াছেন। অর্থাৎ, তিনি সর্বদা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন।
