মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৪৭
৭. প্রথম অনুচ্ছেদ - হাসি
৪৭৪৭। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় ফজরের নামায আদায় করিতেন সেই জায়গা হইতে সূর্য উদিত না হওয়া পর্যন্ত উঠিতেন না। যখন সূর্য উদিত হইত তখন উঠিয়া দাড়াইতেন। (এই সময়) সাহাবা গণ জাহিলী যুগের কথাবার্তা আলোচনা করিতেন এবং হাসাহাসি করিতেন, কিন্তু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদুভাবে মুচকি হাসিতেন। —মুসলিম। তিরমিযীর এক বর্ণনায় আছে, সাহাবাগণ কবিতা, ছন্দ ইত্যাদিও আবৃত্তি করিতেন।
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّة فيضحكون ويبتسم صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي: يتناشدون الشِّعْرَ

হাদীসের ব্যাখ্যা:

মুসাল্লায় বসিয়া থাকিতেন – আল্লামা নববী বলেন, ফজরের নামাযান্তে উক্ত স্থানে বসিয়া সূর্যোদয় পর্যন্ত দো'আ কালাম ও যিকর-আযকার করা মুস্তাহাব। কাযী আয়ায বলেন, আমাদের অতীতের সমস্ত সলফে সালেহীন নিয়মিতভাবে ঐ সময় বসিয়া যিকর-আকারে মশগুল থাকিতেন এবং সূর্যোদয়ের পর ‘এশরাক’ পড়িয়া স্থান ত্যাগ করিতেন। মূলতঃ ইহাই সুন্নত তরীকা ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭৪৭ | মুসলিম বাংলা