মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৪২
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৪২। হযরত উবাইদ ইবনে রিফায়া' (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ হাঁচিদাতার হাঁচির জওয়াব তিনবার পর্যন্ত দাও। ইহার অধিক হাঁচি দিলে তবে তোমার ইচ্ছা। জওয়াব দিতেও পার এবং নাও দিতে পার। –আবু দাউদ ও তিরমিযী। ইমাম তিরমিযী বলিয়াছেন এই হাদীসটি গরীব।
وَعَن عبيد
بن رِفَاعَة عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «شَمِّتِ الْعَاطِسَ ثَلَاثًا فَإِنْ زَادَ فَشَمِّتْهُ وَإِنْ شِئْتَ فَلَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب
بن رِفَاعَة عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «شَمِّتِ الْعَاطِسَ ثَلَاثًا فَإِنْ زَادَ فَشَمِّتْهُ وَإِنْ شِئْتَ فَلَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
'তিনবার হাঁচি দেওয়া'-এর অর্থ—এক মজলিসে একই সাথে তিনবার হাঁচি দেওয়া। সাধারণতঃ স্বাভাবিক অবস্থায় দুই-তিনবার হাঁচি আসে। তবে পৃথক পৃথকভাবে বার বার হাঁচি দিলে উহাকে সর্দি বা রোগের কারণে মনে করিতে হইবে।
