মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৪৩
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৪৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলিয়াছেন, তুমি তোমার (মুসলমান) ভাইয়ের তিনবার হাঁচির জওয়াব দাও। যদি সে ইহার অধিকবার হাঁচি দেয় তখন মনে করিবে সে সর্দিতে আক্রান্ত। —আবু দাউদ। রাবী বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আবু হুরায়রা (রাঃ) অত্র হাদীসটি নবী (ﷺ) হইতে মারফু পর্যায়ে বর্ণনা করিয়াছেন।
وَعَن أبي

هريرةَ قَالَ: «شَمِّتْ أَخَاكَ ثَلَاثًا فَإِنْ زَادَ فَهُوَ زُكَامٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: لَا أَعْلَمُهُ إِلَّا أَنَّهُ رَفَعَ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭৪৩ | মুসলিম বাংলা