মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৪১
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৪১। হযরত হেলাল ইবনে ইয়াসাফ (রাঃ) বলেন, একদা আমরা হযরত সালেম ইবনে উবাইদ (রাঃ)-এর সঙ্গে ছিলাম। এমন সময় লোকদের মধ্য হইতে এক ব্যক্তি হাঁচি দিল এবং বলিয়া উঠিল, আসসালামু আলাইকুম। তখন হযরত সালেম বলিলেন, তোমার উপর ও তোমার মায়ের উপর। ইহাতে যেন লোকটির মনে ব্যথা লাগিল। তখন সালেম বলিলেন, জানিয়া রাখ; ইহা আমি নিজের পক্ষ হইতে বলি নাই। বরং ইহা নবী (ﷺ)-এর উক্তি। একদা এক ব্যক্তি তাঁহার সম্মুখে হাঁচি দিয়া আসসালামু আলাইকুম বলিয়া ছিল, তখন নবী (ﷺ) বলিয়াছিলেনঃ তোমার উপর ও তোমার মায়ের উপর। (জানিয়া রাখ,) যখন তোমাদের কেহ হাঁচি দেয় সে যেন বলে, আলহামদু লিল্লাহি রাব্বিল আ'লামীন। আর যে উত্তর দিবে সে যেন বলে, ইয়ারহামুকাল্লাহ্। অতঃপর হাঁচিদাতা পুনরায় বলিবে ইয়াগফিরুল্লাহ লী ওয়া লাকুম। – তিরমিযী ও আবু দাউদ
وَعَن

هلالِ بن يسَاف قَالَ: كُنَّا مَعَ سَالِمِ بْنِ عُبَيْدٍ فَعَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ. فَقَالَ لَهُ سَالِمٌ: وَعَلَيْكَ وَعَلَى أُمِّكَ. فَكَأَنَّ الرَّجُلَ وَجَدَ فِي نَفْسِهِ فَقَالَ: أَمَا إِنِّي لَمْ أَقُلْ إِلَّا مَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ عَطَسَ رَجُلٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلَيْكَ وَعَلَى أُمِّكَ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَلْيَقُلْ لَهُ مَنْ يَرُدُّ عَلَيْهِ: يرحمكَ اللَّهُ وَليقل: يغْفر لي وَلكم رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ইসলামের এমন কিছু মৌলিক ছোটখাট বিষয়াদি আছে যাহা সাধারণতঃ গৃহাঙ্গনে মায়ের নিকট হইতেই শিশুকালে শিক্ষা করিতে হয়। বস্তুতঃ লোকটি নিজেও উক্ত মাসআলাটির সঠিক ব্যবহার পদ্ধতি সম্পর্কে জ্ঞানলাভ করে নাই এবং তাহার মাতাও তাহাকে শিক্ষাদান করে নাই। সুতরাং তাহার এই অজ্ঞতার জন্য তাহার সাথে তাহার মা-ও কম দায়ী নহে। এখানে হুযূর (ﷺ)-এর জওয়াবটি তিরস্কারমূলক হইলেও পক্ষান্তরে উভয়ের জন্য দো'আই করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭৪১ | মুসলিম বাংলা