মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭১৩
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭১৩। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মসজিদে বসিতেন তখন উভয় হাত দ্বারা ‘ইহতাবা” করিয়া বসিতেন। —রাযীন
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الْمَسْجِد احتبى بيدَيْهِ. رَوَاهُ رزين

হাদীসের ব্যাখ্যা:

সর্বদা এইরূপে বসিতেন এমন কথা নহে; বরং কখনও কখনও এইভাবে বসিতেন। সুতরাং মসজিদে এইভাবে বসাও জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান