মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭১২
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭১২। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, আমি নবী (ﷺ)কে বাম পার্শ্বে বালিশের উপর হেলান দেওয়া অবস্থায় দেখিয়াছি। —তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَن جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ عَلَى يَسَارِهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ
হাদীসের ব্যাখ্যা:
বাম দিকে হেলান দিয়া বসাই যে সুন্নত তাহা নয়; বরং ডান ও বাম উভয় দিকে হেলান দিয়া বসা জায়েয।
