মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭০১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০১। হযরত সাঈদ ইবনে আবুল হাসান [(রঃ) হযরত হাসান বস্ত্রীর ভাই] বলেন, একদা হযরত আবু বাকরাহ্ (রাঃ) কোন এক বিষয়ে সাক্ষ্য প্রদানের জন্য আমাদের নিকট আগমন করিলেন। তখন এক ব্যক্তি তাঁহাকে বসানোর জন্য নিজের আসন হইতে উঠিয়া দাঁড়াইলেন। কিন্তু হযরত আবু বাক্বরাহ তথায় বসিতে অস্বীকার করিলেন এবং বলিলেন, নবী (ﷺ) ইহা হইতে নিষেধ করিয়াছেন এবং নবী (ﷺ) এমন ব্যক্তির কাপড় দ্বারা হাত মুছিতে নিষেধ করিয়াছেন যাহাকে সে কাপড় পরিধান করায় নাই। –আবু দাউদ
وَعَن سعيد بن أبي الْحسن قَالَ: جَاءَنَا أَبُو بكرَة فِي شَهَادَةٍ فَقَامَ لَهُ رَجُلٌ مِنْ مَجْلِسِهِ فَأَبَى أَنْ يَجْلِسَ فِيهِ وَقَالَ: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ذَا وَنَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْسَحَ الرَّجُلُ يَدَهُ بِثَوْبِ مَنْ لَمْ يَكْسُهُ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, অন্যের জিনিস ব্যবহার করা জায়েয নয়। পক্ষান্তরে নিজের ছেলে-মেয়ে কিংবা দাস-দাসীর কাপড়ে হাত মোছা জায়েয আছে। কেননা, উহাদের কাপড় তাহার নিজেরই।
