মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭০০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০০। হযরত আবু উমামা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) লাঠিতে ভর করিয়া ঘর হইতে বাহিরে আসিলেন। আমরা তাঁহার সম্মানে উঠিয়া দাঁড়াইলাম। তখন তিনি বলিলেনঃ তোমরা (অমুসলিম) আ'জমী লোকদের ন্যায় দাড়াইও না। তাহারা এইভাবে দাঁড়াইয়া একে অপরকে সম্মান প্রদর্শন করে। –আবু দাউদ
كتاب الآداب
وَعَن أَبِي أُمَامَةَ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئًا عَلَى عَصًا فَقُمْنَا فَقَالَ: «لَا تَقُومُوا كَمَا يَقُومُ الْأَعَاجِمُ يُعَظِّمُ بَعْضهَا بَعْضًا» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান